বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রান করার পথে এ কীর্তি গড়েন তিনি। কিন্তু দলের রান বড় হয়নি। শুরুটা মোটামুটি ভালো হলেও শেষটা টানতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। যে কারণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে আটকে যায় বাংলাদেশ।
স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল টাইগ্রেসরা। পরের ম্যাচে বাগে পেয়েও হারাতে পারেনি ইংল্যান্ডকে। এবার ক্যারিবীয়দের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ হলো মেয়েদের। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে প্রথম ও ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা ১৮ বলে ১৯ রানের ইনিংস খেলেন।
সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা ৪০ রানের জুটি গড়ে দলকে ভালো রানের পথে তুলে নেন। সোবহানা ফেরেন ১৬ রান করে। দলের রান তখন ১৩ ওভারে ৩ উইকেটে ৭৩। সেখান থেকে কোনো রকম একশ’ রানের গন্ডি পেরিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ১২.৫ ওভারে ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হ্যালি ম্যাথুস ২২ বলে ৩৪ রান করেছেন। টেইলর ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। শেমানি ক্যাম্পবেলে ২১ রান করে আউট হন। দেন্দ্রা ডোটিন ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
১২ অক্টোবর আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।