লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে পরাজিত করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। এই জয়ে ১৪ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে কিউই নারীরা।
আরব আমিরাতের মরু শারজায়, প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন পিলমার। ওয়েস্ট ইন্ডিজের দিন্দ্রা ডটিন ২২ রানে ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ফাইনালে ওঠার স্বপ্ন দেখান। ২৩ রানে ফ্লেচার নেন ২ উইকেট।
জাবাবে, ব্যাট হাতেও ক্যারিশমা দেখান ডটিন। ২২ বলে দলের স্কোরে ৩৩ রান যোগ করলেও পরাজয় ঠেকাতে পারেননি। কারশন ২৯ রানে ৩ উইকেট এবং কের ১৪ রানে ২ উইকেট তুলে নিয়ে, ৮ উইকেট হারানো ওয়েন্ট ইন্ডিজকে ১২০ রানে থামিয়ে দেন।
এই জয়ে ২০১০ সালের পর আবারও নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো কিউইরা। আগামীকাল রোববার রাত ৮টায় শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।