ঢাকাSaturday , 19 October 2024
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

১৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

parag arman
October 19, 2024 1:03 am
Link Copied!

লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে পরাজিত করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। এই জয়ে ১৪ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে কিউই নারীরা।

আরব আমিরাতের মরু শারজায়, প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন পিলমার। ওয়েস্ট ইন্ডিজের দিন্দ্রা ডটিন ২২ রানে ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ফাইনালে ওঠার স্বপ্ন দেখান। ২৩ রানে ফ্লেচার নেন ২ উইকেট।

জাবাবে, ব্যাট হাতেও ক্যারিশমা দেখান ডটিন। ২২ বলে দলের স্কোরে ৩৩ রান যোগ করলেও পরাজয় ঠেকাতে পারেননি। কারশন ২৯ রানে ৩ উইকেট এবং কের ১৪ রানে ২ উইকেট তুলে নিয়ে, ৮ উইকেট হারানো ওয়েন্ট ইন্ডিজকে ১২০ রানে থামিয়ে দেন।

এই জয়ে ২০১০ সালের পর আবারও নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো কিউইরা। আগামীকাল রোববার রাত ৮টায় শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।