ঢাকাSunday , 16 April 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

আম্পায়ারিং করতে ভারতে গেলেন জেসি

parag arman
April 16, 2023 1:02 am
Link Copied!

দেশে নারী আম্পায়ারের যাত্রা শুরু হয়েছিল সাথিরা জাকির জেসির হাত ধরে। গত বছর বিসিবি’র স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আম্পায়ারিং করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সেই থেকে শুরু। এবার জেসির ডাক এলো ভারতের দিল্লি থেকে। সেখানেও আম্পায়ারিং করবেন তিনি।

এর আগে ধারাভাষ্য দিতে ভারতে গেছেন জেসি। তবে আম্পায়ারিং করতে এবারই প্রথম। তাই বাড়তি উচ্ছ্বাস তার চোখেমুখে। দিল্লিগামী বিমানে চড়ার আগে ফেসবুক পোস্টে জেসি জানান, চন্ডিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও চন্ডিগড় পুলিশের আয়োজনে শুরু হতে যাওয়া একটি টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাওয়ার কথা।

২০০৯ সালে ক্রিকেট আম্পায়ারিং কোর্স করেন জেসি। এক যুগ পর ২০২২ সালে প্রথমবার ম্যাচে দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে নাম লেখান সাথিরা জাকির জেসি। ওই ম্যাচে তার সতীর্থ ছিলেন ডলি রানী সরকার।