মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধন আজ শনিবার। আইপিএলের চেয়ে ডব্লিউপিএলে কোনও অংশে কমতি রাখছে না বিসিসিআই। আইপিএল নিয়ে যেমন ভারতীয় ক্রিকেট সমর্থকদের উত্তেজনা থাকে, মেয়েদের প্রিমিয়ার লিগেও তেমনটাই আশা করছিল বিসিসিআই। উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছে, ডব্লিউপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তত বাড়ছে। প্রথম সংস্করণ থেকেই মেয়েদের প্রিমিয়র লিগ নিয়ে হইচই তুঙ্গে। শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের সব টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেছে।
বিসিসিআই জানিয়েছিল, মেয়েদের প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে হলে নারীদের কোনও টিকিট লাগবে না। বিনামূল্যে ম্যাচ দেখতে পাবেন মহিলারা। মেয়েদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম সংস্করণ মহিলাদের বেশি করে মাঠে আনার পরিকল্পনা বোর্ডের। এই পরিকল্পনা কতটা সফল হবে তা টুর্নামেন্ট শুরু হলেই বোঝা যাবে। তবে টুর্নামেন্টের প্রথমদিনের বাকি আসনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পুরুষদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে ৪০০ টাকা।
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ডব্লিউপিএলের উদ্বোধন মাতিয়ে দেবেন বলিউডের নামীদামি মুখগুলি। নাচের ছন্দে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন কিয়ারা আদভানি, কৃতি স্যাননের মতো প্রথম সারির নায়িকারা। গানে গানে মঞ্চে আলোড়ন তুলবেন এপি ধিলন, শঙ্কর মহাদেবনরা। মঞ্চে মেয়েদের আইপিএলের থিম সং গাইতে পারেন এপি ধিলন। গানটি নাকি তিনিই লিখেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গানটির আনুষ্ঠানিক রিলিজ হবে। ডব্লিউপিএলের প্রথম বল গড়ানোর আগে নাচে গানে মঞ্চ মাতিয়ে দিতে প্রস্তুত কিয়ারা-কৃতিরা। কিয়ারা তাঁর বেশ কিছু হিট গানের তালে কোমর দোলাবেন। কৃতিও ‘পরম সুন্দরী’তে উদ্বোধনের মঞ্চে ‘আগুন’ জ্বালাতে প্রস্তুত।
মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণ মুম্বাইয়ের বাইরে আরও কোথাও খেলা হবে না। ডি ওয়াই পাটিল ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলা হবে। ২৩ দিন ধরে লিগ রাউন্ডের ২০টি ম্যাচ হবে। এছাড়া রয়েছে এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। বেশ কয়েকটি ডাবল হেডার ম্যাচ রয়েছে।