ঢাকাFriday , 11 April 2025
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

দলের জয়ে অবদান রাখায় খুশি ফাহিমা-জান্নাতুল

parag arman
April 11, 2025 1:02 am
Link Copied!

বাংলাদেশের রেকর্ডগড়া জয়ে ৫টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফুরদৌস। ৫ উইকেট শিকারের প্রতিক্রিয়া জানিয়েছন তারা। ফাহিমা জানান, ‘আলহামদুলিল্লাহ্‌। অবশ্যই ভালো লাগার অনেক বড় একটা বিষয়। বিগত সময়ে অনেকবার আমার এই সুযোগটা এসেছিল, ৫ উইকেট নেওয়ার। এবারই প্রথম নিতে পারলাম। বিগত সময়ে ৪টা উইকেট পেয়েছি। এখন ৫ উইকেট নিতে পেরে অনেক ভালো লাগছে।’

ভিডিওবার্তায় ফাহিমা আরও বলেন, ‘আমি যেই প্রান্ত থেকে বোলিং করছিলাম, প্রথম বলটা ধরেই আমার মনে হচ্ছিল, আজকে আমার দিন হতেও পারে। উইকেট নেওয়ার সুযোগটা আমার অনেক বেশি ছিল। সেদিক থেকে আমি বলব, আলহামদুলিল্লাহ্‌।’

জান্নাতুল ফিরদৌস বলেন, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। আমার জন্য অনেক বিশেষ একটা ব্যাপার। সারাজীবন মনে রাখার মতো স্মৃতি। আমি একটু দেরিতেই বোলিংয়ে আসি। তখন চিন্তা ছিল না যে ৫ উইকেট পাব কিনা। শুধু প্রক্রিয়াটা অনুসরণের চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ্‌ ফল এসেছে।’

জান্নাতুল আরও জানান, ‘সত্যি বলতে, কখনও এভাবে (৫ উইকেট বা কোনো লক্ষ্য) আমি চাই না। এই ম্যাচেও চাওয়া হয়নি। চেষ্টা করছিলাম, কোচ যেভাবে বলেছেন উইকেট টু উইকেট বল করতে। সেটাই চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ্‌ সফল হয়েছি।’

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ১৩ এপ্রিল। এই রেকর্ডের লাহোরেই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।