ঢাকাSunday , 26 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

সানিয়া মির্জার পেশাদার টেনিস জীবনের ইতি

s s
February 26, 2023 4:16 pm
Link Copied!

নিজের জীবনের শেষ পেশাদার ম্যাচটি খেলে ফেললেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিসের ‘পোস্টার গার্ল’ সানিয়া মির্জা মঙ্গলবার দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে কোর্টে নেমেছিলেন। সেই ম্যাচে সানিয়া ৪-৬, ০-৬ হারেন। এভাবেই সানিয়া মির্জার বর্ণময় পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি হলো।

ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া মির্জা। দীর্ঘ ২০ বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারের শেষটা সুখের হলো না। জীবনের শেষ সেট ০-৬ হেরেই বিদায় নিলেন সানিয়া মির্জা।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে হেরে গ্র্যান্ড স্লামে শেষ ম্যাচে খেলেছিলেন সানিয়া। সানিয়া মির্জা আগেই জানিয়েছিলেন, দুবাই ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে।

টেনিস থেকে অবসরের পর সানিয়াকে এবার ক্রিকেটে দেখা যাবে। মহিলাদের আইপিএলে স্মৃতি মান্ধনা, রিচা ঘোষদের ফ্র্যাঞ্চাইজি আরসিবি’র মেন্টর হিসেবে থাকছেন তিনি।

ভারতের কিংবদন্তি মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা তার শেষ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পরাজয়ের মুখোমুখি হয়েছেন। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে পরাজয়ের শিকার হন সানিয়া। ইউএসের ম্যাডিসন কিসের সাথে মহিলাদের ডাবলস ইভেন্টে কোর্ট নেয়া সানিয়া কুদারমেতোভা ও স্যামসোনোভা জুটির কাছে ৬-৪, ৬-০ তে পরাজিত হয়েছিলেন।