ঢাকাMonday , 27 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

ড্রেসেলের পঞ্চম স্বর্ণ, ইতিহাস গড়লেন ম্যাককিওন

s s
February 27, 2023 12:10 am
Link Copied!

আরো দু’টি স্বর্ণপদক জয়ের মাধ্যমে টোকিও অলিম্পিকে নিজের সেরাটাই যেন দিয়ে গেলেন মার্কিন সাঁতারু সেলেব ড্রেসেল। সবমিলিয়ে পাঁচটি স্বর্ণপদক জয় করে তিনি যেন কিংবদন্তী সাবেক স্বদেশী মাইকেল ফেলপসকেই মনে করিয়ে দিলেন।

এদিকে ইতিহাস গড়ে এবারের টোকিও গেমস শেষ করেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককিওন। প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসরে তিনি সাতটি পদক জয়ের রেকর্ড গড়েছেন।

শনিবার জাপানের পুলে ঝড় তুলে ড্রেসেল ৫০ মিটার ফ্রিস্টাইলে ২১.০৭ সেকেন্ড সময় নিয়ে নতুন গেমস রেকর্ড গড়েছেন। বিশ্বের দ্রুততম এই সাঁতারু এরপর যুক্তরাষ্ট্রকে ৪টি ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণপদক উপহার দিয়েছেন।

প্রতিযোগিতা শেষে ড্রেসেল বলেছেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি মনে করি প্রত্যাশা অনুযায়ী আমি এই গেসমে পারফর্ম করেছি। তবে পুরো সময়টা আমি দারুন উপভোগ করেছি, এটাই সবচেয়ে বড় বিষয়।’

এর আগে শুক্রবার ড্রেসেল নিজের বিশ্বরেকর্ড নিজেই ভঙ্গ করে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ক্যারিয়ার সেরা টাইমিং ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৪টি ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ উপহার দিয়েছেন ৬ ফিট ৩ ইঞ্চি উচ্চতার ২৪ বছর বয়সী এই মার্কিন সাঁতারু।

৫০ মিটার ফ্রিস্টাইলে ২১.৫৫ সেকেন্ড সময় নিয়ে ফরাসী সাঁতারু ফ্লোরেন্ত মানাউদু রৌপ্য ও ২১.৫৭ সেকেন্ড সময় নিয়ে ব্রাজিলের ব্রুনো ফ্রাটুস ব্রোঞ্জ পদক জয় করেছেন।

অপ্রত্যাশিত ভাবে এবারের নারীদের সাঁতার ইভেন্ট নিজেকে প্রমান করেছেন ২৭ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের সাঁতারু ম্যাককিওন। শেষ দিনে ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয়ের পর অস্ট্রেলিয়াকে ৪টি ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণপদক উপহার দিয়েছেন। ৫০ মিটারে তার টাইমিং ছিল ২৩.৮১ সেকেন্ড। এই ইভেন্টে ২৪.০৭ সেকেন্ড সময় নিয়ে সুইডেনের সারাহ সোস্ট্রেম রৌপ্য ও ২৪.২১ সেকেন্ড সময় নিয়ে ডেনমার্কের পারনিলে ব্লুম ব্রোঞ্জ পদক জয় করেছেন।