ঢাকাTuesday , 28 February 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

জাতীয় কুস্তি শুরু

s s
February 28, 2023 7:59 pm
Link Copied!

২০০ কুস্তিগিরের অংশগ্রহণে গতকাল রোববার শুরু হয়েছে জাতীয় কুস্তি প্রতিযোগিতা-২০১৮। সিনিয়র পুরুষ বিভাগের ৩৩তম ও সিনিয়র মহিলা বিভাগের সপ্তম এই আসর শেষ হবে আজ। দু’দিনব্যপী এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় আছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন।

উদ্বোধনী দিনে গতকাল পুরুষ ও মহিলা বিভাগে মোট ১৬টি ওজন শ্রেণির প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। পুরুষ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৮৬, ৯৭ ও ১২৫ কেজি এবং মহিলাদের ৪৮, ৫৩, ৫৫, ৫৮, ৬০, ৬৩, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে অংশ নিচ্ছে রাজশাহী, কুমিল্লা, নড়াইল, খুলনা ও কিশোরগঞ্জ জেলা এবং বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার দল।

গতকাল শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। আজ বিকেলে প্রতিযোগিতার সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি এবং নৌমন্ত্রী শাজাহান খান এমপি।