ঢাকাMonday , 4 December 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অ্যাথেলটিক্স
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আরচ্যারি
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. তায়কোয়ান্ডো

সিঙ্গাপুরকে আবারও হারাতে চায় বাংলাদেশ

parag arman
December 4, 2023 12:22 am
Link Copied!

দ্বিতীয় ও প্রীতি ম্যাচেও সিঙ্গাপুরের বিপক্ষে জয় চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সতর্ক সাইফুল বারী টিটুর শিষ্যরা। কারণ প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের তোপের মুখে বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি সিঙ্গাপুর। ৩-০ গোলে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। তাই সতর্ক বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন।

তাদের মতে এই ম্যাচ বাংলাদেশের জন্য সহজ হবে না। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের পর দুদিন সময় পেয়েছ দুদল। এ সময়ের মধ্যে নিজেদের ভুল শুধরে নিয়েছেন বলে জানান, সিঙ্গাপুরের কোচ করিম বেনসেরিফা। তিনি জানান, ‘নিয়মিত খেলোয়াড়ের বেশ কয়েকজন নেই বর্তমান দলে। তাদের অনুপস্থিতিতে নতুন কয়েকজন এসেছে। এই দুইটি ম্যাচ তাদের জন্য দারুণ কাজে দিচ্ছে। আগের ম্যাচে অনেক ভুল করেছি আমরা। বাংলাদেশ দলের শক্তিমত্তাও বুঝেছি। সেগুলো শুধরে নিয়ে ভালো ম্যাচের আশা করছি।’

এদিকে বাংলাদেশ কোচ টিটুর মনে হচ্ছে, দ্বিতীয় ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘আগেও বলেছি, দ্বিতীয় ম্যাচ বেশি কঠিন হবে। প্রথম ম্যাচে আমরা সুযোগ নিতে চেয়েছিলাম। কারণ তারা একদিন আগে এসে একদিনের অনুশীলনে খেলেছে। সেই সুযোগ আমরা নিয়েছি। দ্বিতীয় ম্যাচে ওরা আরও বিশ্লেষণ করবে। প্রথম ম্যাচ এমন হবে, সেটা ওরা প্রত্যাশা করেনি। সেদিক থেকে এই ম্যাচ কতটা কঠিন করা যায় তারাও চাইবে ম্যাচ কঠিন করতে, লড়াই করতে।’

চাপ না নিয়ে মেয়েদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন টিটু। তিনি বলেন, ‘মেয়েদের বলেছি, চাপ না নিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে। আপনি যখন ভালো খেলবেন, তখন এটা ধরে রাখা চ্যালেঞ্জের। ওই হিসেবে মেয়েদের বলেছি, তোমরা চ্যালেঞ্জ নাও।’ সাইফুল বারী টিটু বলেন, ‘দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আসলে সব জেনে বুঝে খেলতে নামবে। আরও প্রস্তুত হয়ে নামবে। আমরাও ভুলগুলো শুধরে এ ম্যাচে খেলবো। মেয়েদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, জিততে পারবো।’

প্রথম ম্যাচে সহজে জয় পাওয়ার কথা চিন্তাতেও আসেনি টিটুর। তবে এরপরও আজ সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। টিটু বলেন, ‘প্রথম ম্যাচে এমন সহজ জয় আসবে তা চিন্তাও করিনি। কোনও বিভাগে ওরা আমাদের সঙ্গে পেরে উঠেনি। এখন প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা থেকে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে। গোল যেন না দিতে পারি সেই চেষ্টাও করবে। তাই আমাদের আরও সতর্ক হয়ে স্বভাবসুলভ খেলে যেতে হবে।’

প্রথম ম্যাচে জোড়া গোল করেন তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচেও গোল পেতে চান এই স্ট্রাইকার। তহুরা বলেন, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি। এটা অনেক ভালো দিক, কালও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’